দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর শুটিং। তবে নতুন করে শুরু হওয়া এই প্রজেক্টে থাকছেন না চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আরিফুর জামান আরিফ। ২০১৮ সালে শুরু হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীভিত্তিক এই সিনেমার কাজ। উপন্যাসিক শরৎচন্দ্রের জীবনের পাশাপাশি তাঁর সৃষ্ট চরিত্রগুলোও থাকবে ছবির কাহিনিতে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস, আর পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুই দিন শুটিংয়ে অংশ নিলেও পরবর্তীতে নানা জটিলতায় কাজ বন্ধ হয়ে যায়। এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তার অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ‘ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না।...