স্বর্ণের দাম তরতরিয়ে বাড়ছে। আন্তর্জাতিকভাবে এবং দেশের বাজারে এখন প্রায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। তাই অনেকেই স্বর্ণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করছেন। কখন এই মূল্যবাদ ধাতুতে বিনিয়োগ করলে সেরা রিটার্ন পাওয়া যাবে, তা বিশ্লেষণ করছেন। বিশ্লেষকদের মতে, বর্তমানে এই মূল্যবান ধাতুটির দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছে। খুচরা বিনিয়োগকারীদের প্রতি বিশ্লেষকদের পরামর্শ, তারা যেন এখন নগদ অর্থ ধরে রাখেন এবং দাম কমলে তখন বিনিয়োগ করেন। পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ‘এখন সবাই স্বর্ণে উচ্চ পরিমাণে বিনিয়োগ করেছে, এই অবস্থায় স্বর্ণের দামের আরও বৃদ্ধি বা পতনের সম্ভাবনা কী? বর্তমানে অনেক বিনিয়োগকারী আছেন যারা সামান্য দাম কমলেও স্বর্ণ কিনতে চান।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্লেষণ অনুযায়ী, যদি ৫ থেকে ১০ শতাংশের মতো দরপতন ঘটে, তবে পরবর্তীতে দাম ফের বাড়ার...