অ্যামাজনের ক্লাউড সেবা ইউনিট এডব্লিউএস (অ্যামাজন ওয়েব সার্ভিসেস) কয়েক ঘণ্টার জন্য বড় বিভ্রাটের মুখে পড়েছিল। বাংলাদেশ সময় বেলা ২টার দিকে এই সমস্যার কথা প্রথম জানা যায়। এতে বিশ্বজুড়ে আলোচিত বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ ও ইন্টারনেট সেবাসংশ্লিষ্ট বিভিন্ন কাজে বিভ্রাট তৈরি হয় কয়েক ঘণ্টার জন্য। ফোর্টনাইট, স্ন্যাপচ্যাটসহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ বন্ধ হয়ে যায় বলে জানা যায়। বিভ্রাট শুরুর পর এডব্লিউএস জানায়, একাধিক সেবার ক্ষেত্রে কিছুটা ত্রুটি ও বিলম্ব দেখা যাচ্ছে। দ্রুত সেবা স্বাভাবিক করার কাজ চলছে। এডব্লিউএসের কাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ২০২৪ সালের ক্রাউডস্ট্রাইকের ত্রুটির পর প্রথম বড় ইন্টারনেট বিপর্যয় বলা হচ্ছে। গত বছরের বিপর্যয়ে বিশ্বব্যাপী হাসপাতাল, ব্যাংক ও বিভিন্ন বিমানবন্দর প্রযুক্তিগত সিস্টেমকে অচল করে দিয়েছিল। এডব্লিউএস ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও স্টার্টআপ, ব্যক্তিরা কম্পিউটিং শক্তি, ডেটা স্টোরেজ...