সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, “উপাচার্য হিসেবে যোগদানের আগে এ বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত অনেক দুর্বলতা ছিল, তা জানা ছিল না। এখন সব প্রিয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করে একে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমার মূল লক্ষ্য।” সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনে উপাচার্যের যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিকৃবি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে তিলক, আলতাফের মতো বহু মেধাবী ও রত্নসম শিক্ষক রয়েছেন। তাদের সুযোগ দিলে তারা গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরো বড় অবদান রাখতে পারবে। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব।” তিনি আরো...