জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত ৭টি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে সইকারী দলগুলো এই বিষয়ে আদালতে কোনো আপত্তি তুলতে পারবে না, বলে যে প্রতিশ্রুতি দিয়েছে তা সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি বলে জানিয়েছে। সোমবার (২০ অক্টোবর) এই দাবি জানিয়ে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও বাংলাদেশ জাসদ। দল চারটি কেন জুলাই জাতীয় সনদে সই করেনি সে বিষয়টি স্মারকলিপিতে বর্ণনা করা হয়। চারটি বামদলের পক্ষে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন ও বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার। স্মারকলিপিতে ৭টি দাবি করেছে চার বাম দল। দাবি হচ্ছে-“আমরা...