শেষমেশ চিত্রনায়ক ফেরদৌসকে বাদ দিয়ে নতুন করে মাঠে গড়াচ্ছে আরিফুর জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। সাত বছর আগে ২০১৮ সালে ফেরদৌস ও পপিকে জুটি করে সিনেমাটির কাজ শুরু করা হলেও নানা জটিলতার কারণে ঝুলে যায় এর কাজ। এতে দেবদাস চরিত্রে ফেরদৌস আহমেদ এবং পার্বতীর চরিত্রে ছিলেনসাদিকা পারভীন পপি। দুজনেই মাত্র দুদিনের শুটিংয়ে অংশ নেন। এরপর ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হওয়ায় সিনেমায় অভিনয় থেকে দূরে ছিলেন। বেশ কয়েকবার শিডিউল চেয়ে পাচ্ছিলেন না নির্মাতা। দীর্ঘদিন তার অপেক্ষায় থেকে নির্মাতা এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমার শুটিং নিয়ে আরিফ বলেন, ‘ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। যোগাযোগ সম্ভব হয়নি। ফলে তাঁর জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে।...