প্রেম বা সম্পর্কে জড়ানো যত সহজ মনে হয়, তা শেষ করা ততটাই কঠিন। অনেক সময় সম্পর্ক এমন জায়গায় চলে যায়, যেখানে থাকা আর মানসিকভাবে স্বাস্থ্যকর থাকে না—তবুও একে-অপরকে আঘাত না করে বা ঝগড়া না করেই ব্রেকআপ করা সম্ভব।আরও পড়ুন :প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসেআরও পড়ুন :বিচ্ছেদের পথে থাকে যেসব ছোট ছোট কারণশুধু দরকার কিছু সহমর্মিতা, পরিণত মানসিকতা, আর সৎভাবে পরিস্থিতি মোকাবিলা করার ইচ্ছা। চলুন দেখে নিই কীভাবে শান্তিপূর্ণভাবে সম্পর্ক শেষ করা যায়, যাতে একে অপরের প্রতি সম্মান বজায় থাকে।রান্নায় খাবার পুড়ে গেলে পোড়া গন্ধ দূর করবেন যেভাবেকথা বন্ধ না করে, খোলামেলা আলোচনা করুনঅনেকেই ব্রেকআপ করার সিদ্ধান্ত নেওয়ার পর হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দেন বা সরে যান। এতে বিপরীত মানুষটি একা পড়ে যান, কষ্ট পান, বিভ্রান্ত...