অতিরিক্ত সচিবের স্বাক্ষর জাল করে গণপূর্ত অধিদপ্তরের সাময়িক বরখাস্ত এক অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে পদায়নের নামে ভুয়া প্রজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে একটি চক্র। তাই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গণপূর্ত অধিদপ্তরের (গণপূর্ত জোন, বরিশাল) অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দের (বর্তমানে সাময়িক বরখাস্ত) বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। গত ১৪ অক্টোবর ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (বর্তমানে সাময়িক বরখাস্ত) গণপূর্ত জোন, বরিশালের বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।...