নারী ওয়ানডে বিশ্বকাপে আজ সোমবার নাভি মুম্বাইতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। স্বর্ণা আক্তারের দারুণ বোলিংয়ে ৪৮.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় ২০২ রানে। স্বর্ণা আক্তার ১০ ওভার বল করে ৪ মেডেনসহ ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের ইনসুইং বোলিংয়ে বোকা বনে যান শ্রীলঙ্কার ওপেনার ভিশ্মি গুনারত্নে। এলবিডাব্লিউর ফাদে পড়েন তিনি। তবে দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা। আতাপাত্তু ৪৬ রানে ফিরলে জুটি ভাঙে। দ্রুতই আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাতে দলীয় ১০০ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা। তবে পঞ্চম উইকেটে হাসিনি ও নিলাকশিকা সিলভার ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে হাসিনি...