গেল জুন-জুলাইয়ে মিয়ানমারের মাটিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে থাইল্যান্ডের বিপক্ষে দুটির প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়তে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। যেখানে জয় বা পরাজয় নয়, কোচ পিটার বাটলারের লক্ষ্য এশিয়ান কাপের জন্য ভালো প্রস্তুতি। তাই পারফরম্যান্সের উন্নতিতেই চোখ তাঁর। যেখানে তিনি বাংলাদেশের (১০৪) তুলনায় ফিফা র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকা হংকংয়ের (৫৩) বিপক্ষে ভালো লড়াই দেখতে চান মেয়েদের। ম্যাচ দুটি সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাসহ জাতীয় দলের ৯ ফুটবলার। ভুটানের লিগে ব্যস্ত ছিলেন তাঁরা। দলের সঙ্গে না থাকায় দ্রুত মানিয়ে নেয়া কঠিন...