আলিয়া জানালেন, ‘বাস্তুতে এটাই আমাদের শেষ দীপাবলি উদযাপন। এই বাড়িতেই রাহার জন্ম। আমাদের বিয়ে। সেসব মনে করে খুব কষ্ট হচ্ছে। তবে একটাই সান্ত্বনা, বড় হয়ে রাহার হয়ত এই দিওয়ালি উদযাপনের কথা মনে থাকবে না। কিন্তু ওই, যে বাড়ি এত বছরের স্মৃতি বিজরিত, রাহার মধ্যেও সেই আবেগ থাকবে ভবিষ্যতে। আর দিওয়ালি মানেই তো একটা আবেগ। আলোর রোশনাইয়ে উষ্ণ উদযাপনের সময়।’ কেন বাস্তুতে শেষবার দীপাবলি উদযাপন করলেন রণবীর-আলিয়া? আসলে গতকারই দীপাবলির পূণ্যতিথিতে তারকাদম্পতি তাদের নতুন বাংলো কাপুর ম্যানশনে গৃহপ্রবেশ করবেন। সেই জন্যই আপাতত তাঁদের ব্যস্ততা তুঙ্গে। তবে ঠিকানা বদলানোর আগে বাস্তুর সুখস্মৃতি আরও জোরদার করার জন্য রবিবার রাতে কাপুর পরিবারের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন আলিয়া। ভ্রাতৃবধূর এহেন নতুন ইনিংস শুরুর সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলেন করিশ্মা, সইফ-কারিনারাও। বাস্তুর শেষ দীপাবলি উদযাপনে দেখা যায় নবাব...