মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অবশ্য লঙ্কান মেয়েরা টাইগ্রেসদের সামনে বড় চ্যালেঞ্জই ছুঁড়ে এসেছে। চামারি আথাপাত্তুদের হারাতে নিগার সুলতানা জ্যোতিদের লাগবে ২০৩ রান। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কান মেয়েরা। ৪৮.৪ ওভারে ২০২ রানে থামে। লঙ্কান ব্যাটার হাসিনি পেরেরা ব্যাট হাতে দারুণ করেছেন। ১৩ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৫ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে চামারি আথাপাত্তুর ব্যাট থেকে। ৬ চার...