তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা দেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট (পর্ন) প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন। নিজেদের ‘মডেল’ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও তারা জনপ্রিয় ওয়েবসাইটে আপলোড করতেন। এক অনুসন্ধানমূলক প্রতিবেদন গত ১৭ অক্টোবর প্রকাশ করে দ্য ডিসেন্ট নামের একটি প্ল্যাটফর্ম। সেখানে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় এবং এ পর্যন্ত ১০০টিরও বেশি ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে তারা বিপুল দর্শক ও অনুসারী গড়ে তুলেছেন। এছাড়াও জানা গেছে, তারা শুধু ভিডিও বানাতেই থেমে থাকেননি, বরং টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে এসব ভিডিওর লিংক প্রচার করতেন এবং আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। তাদের নামে খোলা একটি টেলিগ্রাম চ্যানেলে কয়েক হাজার সদস্য রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, এই দম্পতি শুধুমাত্র নিজেরাই অপরাধে যুক্ত ছিলেন না, বরং অন্যদেরও এই...