বিশ্বজুড়ে এখন ঘর থেকে অফিস, রেস্টুরেন্ট থেকে রাস্তায়—সব জায়গায় ওয়াইফাইয়ের ব্যবহার সাধারণ বিষয়। কিন্তু বিজ্ঞানীরা এবার যে তথ্য দিয়েছেন, তা অনেকের জন্যই উদ্বেগের কারণ হতে পারে। নতুন এক প্রযুক্তি দেখিয়েছে, WiFi সিগন্যাল ব্যবহার করেই কোনো ডিভাইস ছাড়াই একজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব! জার্মানিরকার্লসরু ইনস্টিটিউট অব টেকনোলজি (KIT)-এর গবেষকেরা জানিয়েছেন, ওয়াইফাই সিগন্যালের পারস্পরিক যোগাযোগ বিশ্লেষণ করেই কোনো এলাকার মানুষের উপস্থিতি, দেহভঙ্গি ও গতিবিধি নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব। এই প্রযুক্তি স্মার্টফোন, ট্যাবলেট বা অন্য কোনো ডিভাইসের ওপর নির্ভর করে না। বরং এটি আশেপাশে থাকা সক্রিয় ওয়াইফাই সিগন্যালগুলোর সূক্ষ্ম প্রতিক্রিয়া বিশ্লেষণ করে রেডিও তরঙ্গ থেকে এমন নিখুঁত ছবি তৈরি করে যা একপ্রকার “রেডিও ওয়েভ ক্যামেরা স্ন্যাপশট”-এর মতোই বিস্তারিত। রেডিও তরঙ্গ দিয়েই দেখা যায় মানুষ ও চারপাশKIT-এর ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি ইনস্টিটিউটের অধ্যাপক থরস্টেন...