নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের সামনেও এসেছে সমীকরণ। কাগজে-কলমে বেঁচে আছে সেমিফাইনালে খেলার সুযোগ। সবার আগে আজ সোমবার (২০ অক্টোবর) হারাতে হবে শ্রীলঙ্কাকে। এমন ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। ভারতের মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে খুব একটা সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। ৪৮.৩ ওভারে অলআউট হয় ২০২ রানে। টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম বলেই সাফল্য এনে দেন মারুফা আক্তার। এই পেসারের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন লঙ্কান ওপেনার ভিস্মি গুণারত্নে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন গুণারত্নে। অপর ওপেনার চামারি আতাপাত্তু অবশ্য খেলেন আধিপত্য বিস্তার করে। রাবেয়া খানের বলে লেগবিফোর হওয়ার আগে ছয়টি চার ও দুটি ছক্কায় লঙ্কান অধিনায়ক করেন ৪৩ বলে ৪৬ রান। ওয়ানডাউনে নামা হাসিনি পেরেরার সঙ্গে ৭২ রানের জুটি গড়েন আতাপাত্তু। তিনি বিদায়...