ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পাশের দেশের ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ‘এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশ নিয়ে। একের পর এক কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দেশের পোশাক খাতের বাজার যেন কমে যায় তা পাশের দেশ চায়।’ আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল বলেন, ‘এ বছর আমাদের পোশাক খাতে ছয় শতাংশ বাজার কমেছে, নিট খাতে পাঁচ শতাংশ কমেছে। গত বছর জুলাই আন্দোলন হয়েছে, সে সময় এত কমেনি। তাহলে এ বছর কেন বাজার কমল? এটা ষড়যন্ত্রের অংশ।’ ‘এক...