তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ঝোড়ো ব্যাটিং ও আদিল রশিদের স্পিন ঘূর্ণিতে কিউয়িদের হারিয়েছে ৬৫ রানে। আজ (২০ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দলীয় ২৪ আর ব্যক্তিগত ৪ রানে আউট হন ওপেনার জশ বাটলার। দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪৪ রানের জুটি গড়েন সল্ট এবং বেথেল। ব্যক্তিগত ২৪ রানে মেথেল আউট হলে সল্ট এবং অধিনায়ক ব্রুক মিলে ৬৯ বলে ১২৯ রানের বড় জুটি গড়েন। দলীয় ১৯৭ এবং ব্যক্তিগত ৭৮ রানে ফেরেন ব্রুক। ৫৬ বলে ৮৫ রান করে একই ওভারে আউট হন সল্ট। শেষে টম ব্যান্টনের ১২ বলে ২৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২৩৬ রানের পুঁজি পায় ইংলিশরা। জবাবে ১৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে...