এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে একাধিক রাজনৈতিক দলের প্রভাব চলছে। প্রথম পর্যায়ে এই আন্দোলন বিশেষ দুইটি দলের সমর্থন ছিল। পরে বিএনপির সমর্থনে শিক্ষকরা চাঙ্গা হয়েছেন। রবিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শিক্ষক নেতাদের এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে দলটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়ও এই আন্দোলন যেন বেহাত না নয় সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন মহাসচিব। এছাড়াও এদিন শিক্ষকদের সঙ্গে অবস্থান করেছেন এনসিপি নেতারা। তারা দৃঢ় কণ্ঠে বলেছেন, আন্দোলন যেন বন্ধ করা না হয়। ফলে শিক্ষক আন্দোলনে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জনকণ্ঠকে বলেন, শিক্ষকদের যে ২০০০ টাকা বাড়ি ভাড়ার সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয় এটি আমাদের প্রাথমিক বিজয়।...