টি-টোয়েন্টিতে রিশাদ হোসেনকে ছাড়া বাংলাদেশের বোলিং আক্রমণ এখন ভাবাই যায় না। ওয়ানডেতেও আলো ছড়াতে শুরু করেছেন এখন। এই পথচলায় সামনে তাকে টেস্ট ক্রিকেটেও দেখছেন মুশতাক আহমেদ। বাংলাদেশের স্পিন কোচের ধারণা, ভবিষ্যতে লাল বলের ক্রিকেটও রাঙাবেন রিশাদ। তার আন্তর্জাতিক অভিষেক ২০২৩ সালে। ব্যাটে-বলে পারফরম্যান্সে টি-টোয়েন্টি দলে আপন জায়গা করে নেন তিনি দ্রুতই। তবে বিশ্ব ক্রিকেটের নজর কাড়তে শুরু করেন মূলত গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। ১৪ উইকেট নিয়ে এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডও গড়েন।। ৫০টি টি-টোয়েন্টি তার খেলা হয়ে গেছে। ওয়ানডেতে তার ক্যারিয়ারের এখনও বলা যায় হাঁটি হাঁটি পা পা চলছে। এর মধ্যেই গড়ে ফেলেছেন রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শনিবার ৬ উইকেট শিকার করেছেন বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে। যার সংস্পর্শে নিজেকে এখন শাণিত করছেন তিনি, সেই মুশতাক দারুণ...