দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলাকালে আফগানিস্তান ও পাকিস্তান একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে সংবাদমাধ্যম এমনটাই বলছে। এক সপ্তাহ ধরে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে সীমান্তে কয়েক দফা তীব্র সংঘাত চলার পর প্রাথমিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে শান্তি আলোচনায় বসে তারা। ‘যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং টেকসই ও নির্ভরযোগ্যভাবে এর বাস্তবায়ন যাচাই করতে’ দুই প্রতিবেশী অগ্রগতির পর্যালোচনা করার জন্য আবার বৈঠক করতে সম্মত হয়েছে। ২০২১ সালে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর থেকে এটি দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে মারাত্মক সংঘাত। এতে উভয়পক্ষের সামরিক-বেসামরিকসহ বহু মানুষ হতাহত হয়েছে। প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই দুই দেশের মধ্যে। সম্প্রতি আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর জঙ্গি হামলার তীব্রতা বাড়ে। ইসলামাবাদ অভিযোগ করে যে তালেবানরাই এই জঙ্গিদের...