২০ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন নভেম্বরে গণভোট সম্পন্ন করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় কোনো দল সংঘর্ষে জড়ালে কিংবা ভোট কারচুপি হলে গণভোটও বিতর্কিত হবে। তাই নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করতে হবে। রফিকুল ইসলাম খান বলেন, নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে জাতি অতীতের মতোই প্রস্তুত আছে। তিনি বলেন, দেশ কারো বাপের নয়, কোনো পরিবারের নয়; এই দেশ ১৮ কোটি জনগণের। জনগণ যাকেই ভোট দিবে জামায়াতে ইসলামীর আপত্তি নাই। কোনো দল যদি নিজেদেরকে দেশের মালিক মনে করে থাকে তবে তাদের...