মিয়ানমারের সামরিক সরকার দেশটির কুখ্যাত সাইবার স্ক্যাম সেন্টারে অভিযান চালিয়ে স্পেসএক্স মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর ৩০টি রিসিভার জব্দ করেছে। সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে। অভিযানটি চালানো হয় থাই-মিয়ানমার সীমান্তবর্তী কেকে পার্ক এলাকায়। এটি অনলাইন প্রতারণা ও জুয়া সিন্ডিকেটের ঘাঁটি হিসেবে পরিচিত। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে ৩০ সেট স্টারলিংক রিসিভার ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, ওই এলাকাজুড়ে নতুন ভবন নির্মাণ চলছে এবং ভবনের ছাদে শতাধিক স্টারলিংক ডিশ স্থাপন করা হয়েছে। এএফপি’র খবরে বলা হয়েছে, কেবল একটি ভবনের ছাদেই প্রায় ৮০টি ডিশ দেখা গেছে। স্টারলিংক মিয়ানমারে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সপ্রাপ্ত নয়। তবে এশীয় ইন্টারনেট রেজিস্ট্রি এপনিকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ জুলাই থেকে ১...