“একটা গল্প এসেছিল মাথায়। মনে হলো, আমি তো হিরো না, যতটুকু অভিনয় জানি এর মধ্য থেকে এই গল্প দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখি। এরপর বঙ্গ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করি। তারা রাজি হয়। গল্পের চিত্রনাট্য রেডি করে এভাবে রিস্ক এবং চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি।” বলছিলেন শিমুল শর্মা, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। নিজের গল্প ও চিত্রনাট্যে সম্প্রতি তিনি অভিনয় করলেন ‘শর্টকাট’ নামে বঙ্গ অরিজিনালে। এটি পরিচালনা করেছেন মাজেদুল ইসলাম স্বাধীন। শিমুল জানান, আগস্টে এর শুটিং হয়েছে ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন লোকেশনে। এতে আরও অভিনয় করেছেন লামিমা, ইশতিয়াক আহমেদ রোমেল, আবদুল্লাহ রানা প্রমুখ। শিমুল আরও জানান, এটি কমেডি ধাঁচের কনটেন্ট, ৩০ অক্টোবর বঙ্গতে মুক্তি পেতে পারে। হতাশায় ডুবে থাকা একজন মধ্যবিত্ত তরুণের হুট করে ‘শর্টকাট’-এ বড়লোক হয়ে...