সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নাভি মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ বল বাকি থাকতেই সব উইকেট হারায় লঙ্কান মেয়েরা। ব্যাট হাতে হাসিনি পেরেরা খেলেছে ৮৫ রানের ইনিংস। এছাড়াও, চামিরি আথাপাত্থুা ৪৬ ও নিলাকসিকা সিলভা করেছে ৩৭ রান। বাকি ব্যাটসম্যানরা দুই সংখ্যার ঘর স্পর্শ করতে...