গাজীপুরের কালিয়াকৈরতে শিশু ধর্ষণসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শাখা ইসলামী ছাত্রী সংস্থা। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন করেন সংগঠনটির নেত্রীরা।আরো পড়ুন:জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে আটক ৩এইচএসসিতে মাদারীপুর জেলায় প্রথম মাইমুনা এ সময় তাদের হাতে ‘আমার বোন ধর্ষিতা কেন? বাংলাদেশ জবাব চাই’, ‘ধর্ষকের বিচার চাই’, ‘ধর্ষকের কোন ধর্মীয় পরিচয় নেই, ধর্ষকের পরিচয় সে ধর্ষক’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘নো মোর রেপ’ ইত্যাদি ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে জুলাই-৩৬ হলের নব-নির্বাচিত সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক ও ইসলামি ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, “গত ১০ মাসে ৪ হাজার ১০৫টি ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলারই সুষ্ঠু বিচার হয়নি। কালিয়াকৈরে...