লাহোর টেস্ট শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। কিন্তু রাওয়ালপিন্ডির প্রথম দিনের খেলা দেখে মনে হলো যেন সময় থেমে গেছে সেখানেই। একই রকম চিত্র- ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নিয়ন্ত্রণ নেয় ম্যাচের, স্কোরবোর্ডে জমে ৫ উইকেটে ২৫৯ রান। টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান আবারও প্রমাণ করল কঠিন পিচে ধৈর্য ধরে খেলাই তাদের মূল শক্তি। রাওয়ালপিন্ডির উইকেটে এখনো তেমন স্পিন না ধরলেও বেশ ধীর। মাঝে মাঝে বল নিচু হচ্ছে। পুরনো বলে রিভার্স সুইংও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন পরিস্থিতিতে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার ধীর গতিতে হলেও সামলে নিয়েছে ইনিংস। রানরেট ছিল তিনেরও নিচে। কিন্তু দিনে মাত্র পাঁচ উইকেট হারিয়ে শেষ করায় তারা নিশ্চয়ই খুশি।আরো পড়ুন:পাকিস্তানের ঘূর্ণিতে দিশেহারা দক্ষিণ আফ্রিকাচার ফিফটিতে প্রথম দিন পাকিস্তানের অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে আফসোসে পুড়ছে। তারা চারটি সহজ ক্যাচ ফেলেছে-...