রাশিয়া থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে ধীরে ধীরে পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাবে সোমবার সমর্থন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি মন্ত্রীরা। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল একথা জানিয়েছে। লুক্সেমবার্গে এক বৈঠকে মন্ত্রীরা প্রস্তাবটি অনুমোদ করেছেন। এই পরিকল্পনার আওতায়, রাশিয়ার নতুন গ্যাস আমদানি চুক্তি ধাপে ধাপে বাতিল করা শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। স্বল্প মেয়াদে যেসব চুক্তি রয়ে গেছে সেগুলো ধীরে ধীরে বাতিল হবে ২০২৬ সালের জুন থেকে। আর দীর্ঘ মেয়াদের আমদানি চুক্তিগুলো বাতিল হবে ২০২৮ সালের জানুয়ারিতে। তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত হতে এখনও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন লাগবে। ইইউ দেশগুলোকে তার আগে চূড়ান্ত নিয়মকানুনগুলো ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা করে নিতে হবে। ইইউ পার্লামেন্টে এখনও বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। তেল ও গ্যাস আমদানি ধীরে ধীরে...