সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ’ কর্মসূচি পালন করছেন তারা। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক এসে যোগ দেন শহীদ মিনার চত্বরে। দুপুরের পর এলাকাজুড়ে শিক্ষকদের ঢল নামে। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি— এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘আমাদের আজ সকাল দশটা থেকে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিএনপি মহাসচিবের প্রতিনিধি হয়ে আমাদের সঙ্গে একাত্মবোধ প্রকাশ করেছেন ও বক্তব্য দিয়েছেন। এছাড়া বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফও উপস্থিত ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমরা নামাজ পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত...