সুফিবাদী সংগীত কাওয়ালিকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়া খ্যাতনামা শিল্পী নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী ঘিরে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শাম-এ-নুসরাত’। আগামী ২৫ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে হবে এই বিশেষ কাওয়ালি অনুষ্ঠান। ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস আয়োজিত ‘শাম-এ-নুসরাত’ অনুষ্ঠানে সুফি ও কাওয়ালি সংগীত পরিবেশন করবে 'কারার দ্য সুফি ব্যান্ড'। পাশাপাশি থাকছে ফতেহ আলী খানকে ঘিরে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট। এই কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ নামের ওয়েবসাইটে। টিকেট মূল্য ১ হাজার টাকা। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল সাড়ে ৪টায়, আর মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ফতেহ আলি খানের জন্ম পাকিস্তানের শিল্প শহর ফয়সলাবাদে ১৯৪৮ সালে। তার পূর্ব পুরুষরা ছিলেন কাওয়লি গায়ক, ষাটের দশকে শুরু হওয়া এই কাওয়ালী গানকে সে সময় ভক্তিমূলক সুফি সংগীত হিসেবেই গাওয়া...