দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে কোনো সংশয় প্রকাশিত হয়নি। সোমবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন করার জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ রয়েছে। ঢাকার আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতিমূলক এই বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ সেনা, নৌ, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, বৈঠকে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের মধ্যে কোনো উদ্বেগ লক্ষ্য করা যায়নি। বরং সবাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।...