দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংক এর নতুন অ্যালবাম মুক্তির কথা ছিল নভেম্বরেই কিন্তু এখন তা পিছিয়ে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত। ব্ল্যাকপিংকের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রধান ইয়াং হিয়োন সুক এর আগে একটি ব্লগে নভেম্বরে অ্যালবাম প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এখন জানা গেছে, রোজ, জেনি কিম, লিসা ও জিসু কিম'র নতুন অ্যালবাম ডিসেম্বরেই মুক্তি পাবে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, “অ্যালবামের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রকাশের নির্দিষ্ট দিন তারিখ জানানো হবে।” ২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা ব্ল্যাকপিংক গত ৯ বছরে প্রায় ৩৫টি গান প্রকাশ করেছে। তবে গত তিন বছর ধরে তারা নতুন কোনো অ্যালবাম প্রকাশ করেনি। তাদের প্রথম অ্যালবাম ‘Square One’ মুক্তি পায় ২০১৬ সালে। অ্যালবামের ‘Whistle’ এবং ‘Boombayah’ গান দুটি...