কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস লিখেছিল মরক্কো। আফ্রিকান ফুটবলে তাদের উত্থান তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সেটি যে একদিনের কাকতালীয় সাফল্য ছিল না, তার প্রমাণ এখন মিলছে প্রতিটি স্তরে। আফ্রিকান কাপ অব নেশন্স জয়ের পর এবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কো দেখিয়ে দিয়েছে—তারা কেবল একটি দল নয়, বরং একটি পূর্ণাঙ্গ ফুটবল কাঠামোর নাম, যেটি পরিকল্পনা, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির ফল।রোববার রাতের (বাংলাদেশ সময় সোমবার ভোর) অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে নাকানিচুবানি খাইয়ে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার এই নবজাগরণশীল দল। তবে এই সাফল্য কিন্তু একদিনে আসেনি, এক দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই সাফল্যের পেছনে রয়েছে সংগঠিত বিনিয়োগ, আধুনিক অবকাঠামো ও শিক্ষাভিত্তিক ক্রীড়া সংস্কৃতি। কিন্তু কিভাবে এল এই পরিবর্তন?মোহাম্মদ ষষ্ঠ একাডেমি: পরিবর্তনের সূচনাসবকিছুর শুরু ২০০৯ সালে, রাজধানী রাবাতের...