নারী ক্রিকেটে বিশ্বকাপে নাভি মুম্বাইয়ের রোদে প্রথমে ব্যাট হাতে নামা শ্রীলঙ্কা নারী দল একসময় মনে করেছিল, ২৭০–২৮০ রানের পথে এগোচ্ছে তারা। কিন্তু মাঝপথে দৃশ্যপট বদলে গেল সম্পূর্ণভাবে। বাংলাদেশি টাইগ্রেসদের স্পিন জালে জড়িয়ে শেষ ছয় উইকেট পড়ল মাত্র ২৮ রানে আর ৪৮.৪ ওভারে থেমে গেল তাদের ইনিংস মাত্র ২০২ রানে।অবশ্য লঙ্কানদের ইনিংসের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ইনিংসে প্রথম বলে মারুফা উইকেট নিলেও পরে অভিজ্ঞ হাসিনি পেরেরা ও নিলাক্ষি দে সিলভার ৮৭ রানের পার্টনারশিপে একসময় দৃঢ় অবস্থান গড়ে নেয় লঙ্কানরা। হাসিনি একাই লড়েছেন প্রায় শেষ পর্যন্ত—৯৯ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা স্কোর। কিন্তু তার বিদায়ের পরই যেন ভেঙে পড়ে গোটা ব্যাটিং লাইনআপ।বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ কার্যকর ছিলেন তরুণ স্পিনাররা। স্বর্ণা আক্তার নিয়েছেন ৩ উইকেট, রাবেয়া খান পেয়েছেন...