জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আজ এক অচেনা নীরবতা। গতকালও যে ছেলেটা ক্যাম্পাসে ঘুরে-বেড়িয়েছে, আজ সেই ছেলেটায় ক্যাম্পাসে এসেছে লাশবাহী গাড়িতে। দুপুরের রোদে বিজ্ঞান ভবনে শুধু কান্না আর স্তব্ধতা। বন্ধুরা কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছছে, কেউ নিঃশব্দে তাকিয়ে আছে লাশবাহী গাড়ির দিকে। জানাজার নামাজে অংশ নিতে আসা সহপাঠী, সিনিয়র-জুনিয়রদের মনে একটাই প্রশ্ন— এত ভালো, নম্র, পরিশ্রমী এক ছেলেকে কেন এভাবে মারলো? সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আরমানিটোলায় নিহত জোবায়েদ হোসাইনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে মরদেহ তার নিজ জেলা কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে...