নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের বিষয়ে মতানৈক্য ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে ভিন্ন অবস্থানের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে দূরত্ব বাড়ছে। সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে জামায়াতের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতারণা’ ও ‘চাতুরীর’ অভিযোগ আনা হলে বিষয়টি নতুন মাত্রা পায়। জুলাই সনদে স্বাক্ষর না করতে জামায়াতকে একাধিকবার অনুরোধ করে এনসিপি। এনসিপির মতে, এই ‘বিরত থাকা’ ছিল সরকার ও বিএনপির ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল। তবে জামায়াত এ কৌশলের অংশ হতে রাজি হয়নি। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, "সনদ বাস্তবায়নের কোনও পদ্ধতি না থাকায় তা অপূর্ণ। তবু আমরা মনে করেছি, স্বাক্ষর না করলে সনদের গুরুত্ব নষ্ট হবে। তাই স্বাক্ষর করেছি।" এনসিপির নেতারা বলছেন, ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের পক্ষে বারবার অবস্থান নেওয়ার পরও দলটি প্রতিশ্রুতি রক্ষা...