ঢাকা:আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকরা আবারো দৌড়ঝাঁপ শুরু করেছেন। এটা নতুন কিছু নয়।অতীতে বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের এ ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। এবারও সেই ধারাবাহিকতাই চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি কূটনীতিকদের যোগাযোগ ধীরে ধীরে বাড়ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। সে সময় প্রভাবশালী দেশগুলোর কূটনীতিকরা দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। অতীতে নির্বাচন সামনে রেখে কোনো কোনো দেশের কূটনীতিকের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও উঠেছিলো। এছাড়া ২০০৬-০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় মার্কিন, ব্রিটিশ এবং জাতিসংঘের কূটনীতিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা...