এ বছর ৫ জুলাই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঐতিহাসিক ওই মিশনে বাংলাদেশ শেষ ম্যাচে জিতেছিল ৭-০ গোলে। এরপর বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক বেশ কিছু ম্যাচ খেলেলেও জাতীয় দলের আর খেলা হয়নি। সাড়ে তিন মাস পর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরছে লাল-সবুজ জার্সিধারীরা। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে ম্যাচটি দুটি খেলবে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার সকাল ১১টায় পিটার বাটলার ২৩ ফুটবলার নিয়ে যাচ্ছেন থাইল্যান্ডে। জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস রচনা করে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল আফঈদা খন্দকাররা। আগামী মার্চে এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায়। সেই বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ দলের জন্য এই প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে। এর আগে নারী ফুটবলাররা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-এ তিন সপ্তাহের মতো...