রবিবার রাতে মাদ্রিদের উপকণ্ঠে আলোকিত গেতাফে স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল বেশ স্বাভাবিক—কিন্তু শেষটা নয়। মাঠে নামার মাত্র ৩৭ সেকেন্ড পরই রেফারির লাল কার্ড দেখে অবিশ্বাসে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন গেতাফে ডিফেন্ডার অ্যালান নিয়োম। বল থেকে প্রায় ২০ মিটার দূরে গিয়ে রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ক্লথসলাইন ট্যাকলে ফেলে দেন নিয়োম। উদ্দেশ্য হয়তো ছিল কৌশলগত ফাউল, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে ভয়ংকর এক আঘাত। ঠিক দুই দলের ডাগআউটের সামনেই ঘটেছিল ঘটনাটি, ফলে চতুর্থ রেফারি ও মূল রেফারি হোসে লুইস মুনুয়েরা মনতেরো দুজনেই পরিষ্কারভাবে দেখতে পান ঘটনাটি। রেফারির হাতে তখন একটিই সিদ্ধান্ত—সরাসরি লাল কার্ড। হতভম্ব নিয়োম মাঠ ছাড়ার আগে প্রায় সময় কাটিয়েছেন তার নিজের অবিশ্বাসে, কারণ তিনি নিজেই বুঝতে পারেননি কী ঘটেছে। কিন্তু রিপ্লে দেখার পর আর কোনো সন্দেহের অবকাশ ছিল না—ফাউলটি...