২০ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম দীর্ঘ সাত মাস পর নিউজিল্যান্ড দলে ফিরলেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন এই টপ অর্ডার অভিজ্ঞ ব্যাটার। দেশের হয়ে সর্বশেষ মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের একটিতেও খেলেননি উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাবার পর বেছে বেছে সিরিজ খেলছেন উইলিয়ামসন। তবে উইলিয়ামসনের ছোট মেডিকেল ইস্যু সমস্যাও ছিল বলে জানিয়েছিলেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। উইলিয়ামসনের সাথে নিউজিল্যান্ড দলে ফিরেছেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও অলরাউন্ডার ন্যাথান স্মিথও। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি থেকে সুস্থ হওয়ায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্মিথ। গেল বছরের নভেম্বরে অভিষেকের পর ১০...