বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। তিনি বলেন, নির্বাচন মানেই গণতন্ত্র নয়, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানি। এই যে গাড়িতে চাকা আছে, ইঞ্জিন আছে, সব আছে কিন্তু জ্বালানী না হলে কি গাড়ি চলবে? তেল ছাড়া গাড়ি চলবে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানী শক্তি। এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না। সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবীর রিজভী আরও বলেন, পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে- একটা বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে। এটা জনগণ মনে করছে, জনগণের মধ্যে...