বাংলাদেশের বাজারে দুটি নতুন ল্যাপটপ এনেছে প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট। তাদের ২০২৫ সালের এআই ল্যাপটপ লাইনআপে নতুন সংযোজন হিসেবে ‘অ্যারো এক্স১৬’ এবং ‘গেমিং এ১৬’ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে। নতুন ল্যাপটপ দুটিতে রয়েছে এনভিডিয়া (আর) জিফোর্স আরটিএক্স (টিএম) ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ, যা সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচার এবং ডিএলএসএস ৪ প্রযুক্তি সাপোর্ট করে। অ্যারো এক্স১৬ মডেল সর্বোচ্চ ৮৫ ওয়াট এবং গেমিং এ১৬ সর্বোচ্চ ৮০ ওয়াট গ্রাফিক্স পাওয়ার সাপোর্ট করে। উভয় ল্যাপটপে রয়েছে গিগাবাইটের জিমেট এআইএজেন্ট, যা ব্যবহারকারীদের ভয়েস কন্ট্রোল, স্মার্ট টিউনিং ও প্রাইভেসি ফিচারের সুবিধা দেবে। ল্যাপটপগুলোতে এনভিডিয়া এনআইএম ভিত্তিক এআই-রেডি প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরি ও ওয়ার্কফ্লো আরও সহজ করা যাবে। এই ল্যাপটপদুটিতে রয়েছে ১৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জের জন্য পিডি ৩.০ ফাস্ট চার্জিং এবং উচ্চমানের সাউন্ডের...