বেস্ট প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবে। আমাদের একই আসনে অনেক প্রার্থী থাকতে পারে। সেগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। আমরা খোঁজখবর নিচ্ছি জনগণের কাছে কার অবস্থান ভালো। এলাকায় কে বেশি জনপ্রিয় সেই খোঁজখবর আমরা নিচ্ছি। এজন্য তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে। সিনিয়র নেতারা যার যার দায়িত্ব পালন করছেন। সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ী গ্রামে দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের বাড়িতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রিজভী ওই দৃষ্টিহীন পরিবারের পাশে দাঁড়ান। রিজভী বলেন, আমরা এমন রাজনৈতিক দল নই যে আগে থেকেই একজনের নাম সেভ করে রাখলাম। আমাদের দলে একই ধরনের একই মাপের...