জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি)শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো: জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২০ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক । প্রক্টর তাজাম্মুল হক দৈনিক জনকণ্ঠকে বলেন, জোবায়েদ হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে লালবাগ বিভাগ। আমাকে লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে বেশ কয়েকবার মুঠোফোনে চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এর আগে রোববার (১৯ অক্টোবর) খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন...