ভূমি জরিপ শেষ হওয়ার পর সার্ভেয়ার বা আমিনের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাচাই করে নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে জমি সংক্রান্ত কোনো ভুল, বিরোধ বা জটিলতা এড়ানো সম্ভব হয়। প্রথমেই জমির চারদিকের সীমা বা সীমানা ঠিকভাবে মাপা হয়েছে কি না, সীমারেখায় দাগ বা খুঁটি টানা হয়েছে কি না এবং প্রতিবেশীর সঙ্গে সীমা নিয়ে কোনো বিরোধ আছে কি না—তা যাচাই করতে হবে। এরপর খতিয়ান ও দাগ নম্বর দেখে নিতে হবে। জমিটি কোন খতিয়ানের অধীনে পড়েছে, দাগ নম্বর সঠিক আছে কি না এবং দলিলের সঙ্গে মিলছে কি না—এসব বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন। জমির পরিমাণ দলিল অনুযায়ী ঠিক এসেছে কি না, কোনো অংশ বাদ পড়েছে বা অতিরিক্ত দেখানো হয়েছে কি না, সেটিও মেপে দেখা উচিত। একইভাবে মানচিত্রে জমির অবস্থান, দিকনির্দেশনা, রাস্তা, পুকুর...