পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী হৃদরোগ এবং স্ট্রোক। এর মধ্যে স্ট্রোকের পর বেঁচে ফেরার সম্ভাবনা সবচেয়ে কম; আর বেঁচে ফিরলেও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়াটা স্বাভাবিক ঘটনা। সাধারণত উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, ডায়াবেটিস, স্থূলতার কারণে স্ট্রোকের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। সেইসঙ্গে অতিরিক্ত মদ্যপান, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ, ঘুমের সমস্যা (যেমন স্লিপ অ্যাপনিয়া), এবং কিছুক্ষেত্রে হৃদরোগও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া, পারিবারে কারও স্ট্রোকের ইতিহাস থাকলেও সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু, জানেন কি, রক্তের গ্রুপের সঙ্গেও স্ট্রোকের ঝুঁকির সম্পর্ক রয়েছে? হ্যাঁ, তেমনটাই দেখা গেছে নিউরোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায়। ২০২২ সালে প্রকাশিত সেই গবেষণার ফলাফল বলছে, রক্তের ‘এ’ গ্রুপের একটি উপধরন ‘এ১’-এর মানুষের ৬০ বছর বয়সের আগে স্ট্রোকের ঝুঁকি অন্যান্য রক্তের গ্রুপের মানুষের তুলনায় ১৬ শতাংশ বেশি। এছাড়া, যাদের...