আমাজনের ক্লাউড সেবা বিভাগ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বৈশ্বিকভাবে দেখা দেওয়া একটি বড় ধরনের বিভ্রাট বা আউটেজ থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। এই আউটেজের কারণে বিশ্বের বহু কোম্পানির অনলাইন সেবা ও সংযোগে সমস্যা দেখা দেয়। এ ঘটনায় ফোর্টনাইট, স্ন্যাপচ্যাট, ডুয়োলিঙ্গোসহ একাধিক জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ, এমনকি বেশ কয়েকটি বড় ব্যাংকের সেবাও ব্যাহত হয়। এ ছাড়া এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেস এবং ট্রেডিং অ্যাপ রবিনহুড—সবাই তাদের সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে এডব্লিউএসের এই প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করেছে। উল্লেখ্য, এডব্লিউএস হলো বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড কম্পিউটিং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি। এটি গুগল ও মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসের সঙ্গে প্রতিযোগিতা করে। বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অ্যাপ ও সার্ভার পরিচালনায় এডব্লিউএস-এর অবকাঠামোর ওপর নির্ভর করে। ফলে এর মতো বড়...