ঢাকা: আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি ছিলেন বিজ্ঞান চর্চা, অধ্যাপনা, বাংলায় স্কুলপাঠ্য বিজ্ঞান-বই রচনা, গণিত, জ্যোতিষ ও জ্যোতিবির্দ্যার সাধন, বাংলা শব্দকোষ প্রণয়ন, লাইনো টাইপের উদ্ভাবন সহ বহুমুখী প্রজ্ঞার এবং "বিদ্যানিধি" উপাধিতে ভূষিত এক ব্যক্তিত্ব।যোগেশচন্দ্র রায়ের জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলায় এক সদগোপ পরিবারে ১৮৫৯ খ্রিস্টাব্দের ২০ শে অক্টোবর। তাঁদের পৈতৃক বাড়ি ছিল হুগলি জেলার দিগড়া গ্রামে। তার স্কুলের পড়াশোনা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া জেলা স্কুল ও বর্ধমান রাজ স্কুলে।১৮৭৮ খ্রিস্টাব্দে এখান থেকে এন্ট্রান্স পাশের পর ভরতি হন হুগলী কলেজে (পরবর্তী কালে কলেজের নাম পরিবর্তন হয়ে হুগলি মহসিন কলেজে হয়)। ১৮৮২ খ্রিস্টাব্দে এখান থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৮৩ খ্রিস্টাব্দে বটানির একমাত্র ছাত্র হিসাবে দ্বিতীয় বিভাগে এম.এ পাশ করেন।যোগেশচন্দ্র এম.এ পাশের পরই কটকের রাভেনশ' কলেজের লেকচারার হন। একটানা...