গরুর মাংসের ঝোল অন্য খাবারের সঙ্গে মেশানোর অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় ২৪ হলের ক্যান্টিন বন্ধ ঘোষণা করেন প্রাধ্যক্ষ। এ ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে ক্যান্টিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।আরো পড়ুন:শেকৃবি উপাচার্যসহ ২ অধ্যাপকের বিরুদ্ধে গবেষণাপত্র চুরির অভিযোগশেকৃবির আবাসিক হলে বহিরাগতদের দৌরাত্ম্য, অসহায় শিক্ষার্থীরা শেকৃবি উপাচার্যসহ ২ অধ্যাপকের বিরুদ্ধে গবেষণাপত্র চুরির অভিযোগ শেকৃবির আবাসিক হলে বহিরাগতদের দৌরাত্ম্য, অসহায় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিজয় ২৪ হলের ক্যান্টিন গরুর মাংসের ঝোল অন্য তরকারির সঙ্গে মেশানো অভিযোগ ওঠে ক্যান্টিন ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনা এর আগেও ঘটেছে। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যান্টিন সাময়িক বন্ধ করে দেন হলেটির প্রাধ্যক্ষ মো. জাহিদূর রহমান। তবে ক্যান্টিন বন্ধ করে দেওয়ায় বাইরে গিয়ে খেতে হচ্ছে। এতে সময় ও ব্যয়- উভয়ই বেড়েছে। আবাসিক শিক্ষার্থী...