সাধারণত জমির মালিকানা প্রমাণের জন্য দলিলই প্রধান নথিপত্র হিসেবে বিবেচিত হয়। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় এবং দেশের বর্তমান ভূমি ব্যবস্থাপনার আলোকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে, জমির দলিল হারিয়ে গেলেও অথবা নষ্ট হয়ে গেলেও কেবল পাঁচটি গুরুত্বপূর্ণ নথিপত্র বা প্রমাণ উপস্থাপন করেই আইনিভাবে জমির মালিকানা প্রতিষ্ঠা করা সম্ভব। ভূমি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেক সময় জমির দলিল হারিয়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া বা পারিবারিক বিরোধের জেরে শত্রুতাবশত নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে চিন্তিত না হয়ে নিচের পাঁচটি মূল প্রমাণ সংগ্রহ করতে পারলে ব্যক্তি আইনত জমির প্রকৃত মালিক বলে বিবেচিত হবেন। দলিল ছাড়াও জমির মালিকানা প্রমাণের জন্য নিম্নলিখিত পাঁচটি নথিপত্র বা প্রমাণ সবচেয়ে জরুরি: ১.খতিয়ান (CS, SA, RS, BS ইত্যাদি):সরকার পরিচালিত জরিপ অনুযায়ী প্রস্তুতকৃত এই নথিপত্রে জমির...