ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, তাঁকে টার্গেট করা হয়েছে কারণ তিনি সমাজসেবামূলক কাজ করেন, এলাকায় মানুষের জন্য কাজ করেন এবং তাঁর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কে আজাদ এ মন্তব্য করেন। বিএনপি নেতা চৌধুরী নায়াব ইউসুফের অভিযোগ—তিনি আওয়ামী লীগ করেন ও দল পুনর্বাসনের জন্য কাজ করছেন—এর জবাবে এ কে আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক। আমি আওয়ামী লীগের লোকদের পুনর্বাসনের চেষ্টা করছি, কিংবা আমি সন্ত্রাসীদের নিয়ে ঘুরি—এটা প্রমাণ করতে বলুন।’ তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ করিনি। গত সংসদ নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। আসলে তাঁরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য...